Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে বড় পিৎজা তৈরির প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রে

একটি দুইটি নয় প্রায় ৬৮ হাজার স্লাইসের বিশালাকৃতির পিৎজা প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রে। বুধবার (১৮ জানুয়ারি) এমন দৃশ্যের দেখা মেলে ক্যালিফোর্নিয়া রাজ্যের লসএঞ্জেলস শহরে। খবর রয়টার্সের।

দৈত্যকার এ পিৎজা বানিয়ে রেকর্ড গড়বেন গিনিস বুকে। তাই চলছে ডজন খানেক মানুষের তোরজোর। ফ্লোরে আটা, ময়দা, পনির ও সসের সংমিশ্রণে তৈরি হচ্ছে ১৪০০ স্কয়ার ফিটের পিৎজা। প্রায় ৪৮ ঘণ্টা সময়ের ব্যবধানে তৈরি হবে এই আকর্ষনীয় গোলাকার পিৎজা। যা হবে বিশ্বের সব থেকে বড়।

পিৎজা হাটের সভাপতি ডেভিড গ্রেভস জানিয়েছেন, সন্ধ্যার মধ্যেই বিশ্বের সর্ববৃহৎ পিৎজার রেকর্ড গড়ব আমরা। এরপর পিৎজাটি দান করা হবে স্থানীয় ফুড ব্যাংক ও চ্যারিটি সংস্থার কাছে।

এটিএম/

Exit mobile version