Site icon Jamuna Television

ইরানের রেভ্যুলুশনারি গার্ডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

ইরানের রেভ্যুলুশনারি গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। খবর ডয়েচে ভেলের।

এই ইস্যুতে এরইমধ্যে সুপারিশ জানিয়েছে ইউরোপী পার্লামেন্ট এবং ইউরোপী কমিশনের প্রধান। প্রস্তুতি নেয়া হচ্ছে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের। কড়াকড়ি আরোপের ধরন কেমন হবে সে বিষয়েও খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানানো হয়।

ইরানে পোশাকের স্বাধীনতা এবং সরকার বিরোধী আন্দোলনে ধরপাকড়ের অভিযোগে এই কড়াকড়ি আরোপ করা হচ্ছে বিপ্লবী গার্ড বাহিনীর ওপর। ইইউ’র অভিযোগ আন্দোলন দমনের নামে বেসামরিকদের ওপর অমানবিক নিপীড়ন চালাচ্ছে IRGC। আটক, গুম, হত্যাকাণ্ডসহ নানা অভিযোগ আনা হয়েছে ইরানের এই সংস্থার ওপর।

এটিএম/

Exit mobile version