Site icon Jamuna Television

দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপনে বাঁচলো দুই প্রাণ

দেশের প্রথমবারের মতো মৃত ব্যক্তির অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। ২০ বছর বয়সী সাহারা ইসলামের মৃতদেহ থেকে নেয়া দু’টি কিডনি দু’জন কিডনি বিকল রোগীর দেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

জানা যায়, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সার্বিক নির্দেশনায় এবং প্রক্টর ইউরোলোজি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে এ ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে কিডনি অপারেশন থিয়েটারে এ সফল অপারেশন করা হয়।

জানা গেছে, সাহারার দু’টি কিডনির একটি ৩৪ বছর বয়সী এক রোগীর দেহে প্রতিস্থাপন করা হয়েছে। অপর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে কিডনি ফাউন্ডেশনে আরেক রোগীর দেহে।

/এনএএস

Exit mobile version