Site icon Jamuna Television

বোরখায় মুখ ঢেকে হাসপাতালে ঢুকলেন রাখি সাওয়ান্ত!

লোকে বলে প্রেমে কী না হয়। সেই উদাহরণকেই আবার সামনে নিয়ে এলেন বলিউডের আইটেম গার্ল খ্যাত রাখি সাওয়ান্ত। সম্প্রতি এক মুসলিম যুবককে বিয়ে করে রাখি নাম বদল করে হয়েছেন ফাতিমা। এবার পোশাকেও নিয়ে এলেন আমূল পরিবর্তন। খবর আনন্দবাজার পত্রিকার।

রাখি মা ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। বিয়ের পর স্বামী আদিলকে নিয়ে মাকে দেখতে গিয়েছিলেন। সেখানে দেখা গেলো বোরখা পরে মুখ ঢেকে হাসপাতালে ঢুকছেন এই আইটেম গার্ল।

একদিকে নতুন বিয়ে, অন্যদিকে মায়ের অসুস্থতা নিয়ে অন্যরকম এক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন রাখি। নিজেকে যে সম্পূর্ণ আদিলের মনের মতো গড়ে তোলার প্রচেষ্টায় তিনি, তা স্পষ্ট।

প্রসঙ্গত, এক বছর প্রেমের পর বুধবার মালাবদল করলেন তারকাজুটি। বিয়ের আসরের সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। দেখা গেছে, বিয়ের শংসাপত্রে সই রয়েছে গত বছরের। তবে বার বারই একে অপরকে ভালবাসার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন রাখি ও আদিল।

এটিএম/

Exit mobile version