Site icon Jamuna Television

নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব সদস্যরা। এ সময় ৬ জন ভেজাল গুড় ব্যবসায়ীকে ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় জব্দের পর ধ্বংস করা হয়।

গতকাল বুধবার দিনব্যাপী গুরুদাসপুর উপজেলা কুমারখালী গ্রামে এবং সিংড়া উপজেলার চক বলরামপুর গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার ( ১৯ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।

র‌্যাব জানায়, বুধবার গুরুদাসপুর উপজেলা কুমারখালী গ্রামে এবং সিংড়া উপজেলার চক বলরামপুর গ্রামে পৃথক দুটি অভিযান পরিচালনা করে র‌্যাব-৫ এর একটি বিশেষ দল। এ সময় ৬ জন গুড় ব্যবসায়ীকে মোট ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসব কারখানা থেকে ১৫ হাজার ৫০০ কেজি ভেজাল গুড় ও ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নির্দেশক্রমে জব্দ করা ভেজাল আলামতগুলো ধ্বংস করা হয়।

ইউএইচ/

Exit mobile version