Site icon Jamuna Television

খুশদিলের ঝড়ে টানা তৃতীয় জয় কুমিল্লার

ছবি: সংগৃহীত

ঢাকা ডমিনেটরসকে ৩৩ রানে হারিয়ে ছন্দে ফিরেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পাকিস্তানি ব্যাটার খুশদিল শাহ’র ২৪ বলে ঝড়ো ৬৪ রানে ১৮৪ রানের বড় সংগ্রহ পায় কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫১ রানে থামে ঢাকা ডমিনেটরসের ইনিংস।

চট্টগ্রামে প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে কুমিল্লা। ইনিংসের প্রথম ওভার করতে আসা তাসকিনের দ্বিতীয় বলেই শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ফর্মের তুঙ্গে থাকা লিটন দাস। এরপর ইমরুল কায়েস ২৬ বলে ৩৩ ও জনসন চার্লস ১৯ বলে ২০ রান করেন। হাতে উইকেট থাকলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেন ধুঁকছিল। ওপেনিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান এক প্রান্তে ধীরে ব্যাটিং করে যাচ্ছিলেন। শেষের গল্পটা অবশ্য ভিন্ন; খুশদিল শাহ এলেন, ঝড় তুললেন আর রেকর্ড গড়লেন। তাতেই ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে ১৮৪ রানের চ্যালেঞ্জিং ভিত পেয়ে যায় কুমিল্লা।

২৪ বলে ৫টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন খুশদিল। আর রিজওয়ান অপরাজিত থাকেন ৪৭ বলে ৫৫ রানে। মাত্র ১৮ বলে ফিফটি করেন খুশদিল। বলে বিবেচনায় বিপিএলের ইতিহাসে এটি যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি। ১৩ বলে অর্ধশতক হাঁকিয়ে সবার উপরে নাম লিখিয়েছিলেন সুনীল নারিন। আর ১৬ বলে ফিফটি আছে আরেক পাকিস্তানি মোহাম্মদ শেহজাদের। ঢাকার হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, নাসির হোসেন, মোহাম্মদ ইমরান ও সৌম্য সরকার।

১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট বিলিয়ে দিয়ে আসেন সৌম্য সরকার। টানা দ্বিতীয় ম্যাচে এসেও শূন্য রানে হাসান আলির বলে আউট হন তিনি। ক্রিজে এসে এ দিনও ব্যর্থ রবিন দাস। রানের খাতা খুলতে পারেননি তিনি। তানভিরের বলে স্ট্যাম্পিংয়ের বাধায় আটকা পড়েন রবিন। ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ঢাকা যখন খাবি খাচ্ছে তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে একাই লড়াই করলেন অধিনায়ক নাসির হোসেন। তবে তাতে শুধু ব্যবধানই কমেছে।

মোহাম্মাদ মিঠুনকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন নাসির। ব্যক্তিগত ৩৬ রানে মিঠুন বিদায় নিলে আরিফুল হককে সাথে নিয়ে ৬৭ রানের জুটি গড়েন অধিনায়ক। শেষ পর্যন্ত ৪৫ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন নাসির। তবে, ৩৩ রানের হেরে পরাজয়ের বৃত্তেই বন্দি থাকতে হয়েছে ঢাকাকে।

এই জয়ে ৬ ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫ ম্যাচ খেলে আসরে ৪র্থ বারের মতো পরাজয়ের তেতো স্বাদ পেল ঢাকা ডমিনেটরস। দুই পয়েন্ট নিয়ে টেবিলের শেষ অবস্থানে তারা।

/আরআইএম

Exit mobile version