Site icon Jamuna Television

একদলীয় শাসন প্রতিষ্ঠার চক্রান্তের বিরুদ্ধে মানুষ আবার জেগে উঠেছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগের একদলীয় শাসন প্রতিষ্ঠার চক্রান্তের বিরুদ্ধে মানুষ আবার জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, সমগ্র জাতি এখন অন্ধকারে নিমজ্জিত।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকলকে সংগঠিত করে খুব দ্রুত গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

এসময় মির্জা ফখরুল বলেন, জাতি যখন নেতৃত্বশূন্য ছিল, তখন জিয়াউর রহমান সামনে এগিয়ে এসে নতুন অধ্যায়ের সূচনা করেন। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতের উদ্যোগ গ্রহণ করবে বলেও জানান বিএনপি মহাসচিব।

এসজেড/

Exit mobile version