Site icon Jamuna Television

ইরাকে ফুটবল স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে নিহত ২

ইরাকে ফুটবল স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আহত আরও কমপক্ষে অর্ধশতাধিক। খবর আল জাজিরার।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে গলফ কাপ ফাইনাল অনুষ্ঠিত হবে ইরাক ও ওমানের মধ্যে।

কতৃপক্ষ জানায়, ম্যাচ শুরুর আগেই বিপুল দর্শক টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করে। তাতেই হয় এ দুর্ঘটনা। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। গলফ কাপের ৪০ বছরের ইতিহাসে এই প্রথম টুর্নামেন্ট আয়োজন করা হয় ইরাকে।

এটিএম/

Exit mobile version