Site icon Jamuna Television

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ তিনি

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের খেতাব পেলেন স্প্যানিশ নারী মারিয়া ব্রানিয়াস মোরেরা। তার বর্তমান বয়স ১১৫ বছর। খবর ফ্রান্স ২৪’র।

বুধবার (১৮ জানুয়ারি) গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন পরামর্শদাতা এ কথা বলেছেন।

জেরন্টোলজির সিনিয়র কনসালট্যান্ট রবার্ট ডি ইয়ং বলেন, ১১৮ বছর বয়সী ফরাসি সন্ন্যাসী লুসিল র‍্যান্ডনের মৃত্যুর পর মারিয়া ব্রানিয়াস মোরেরা এ খেতাব গ্রহণ করেছেন বলে ধারণা করা হয়।

জেরন্টোলজি রিসার্চ গ্রুপের সুপারসেন্টেনারিয়ান রিসার্চ ডাটাবেসের ডিরেক্টর ইয়াং আরও বলেন, প্রমাণাদি পরীক্ষা এবং ব্রানিয়াস মোরেরার পরিবারের সাক্ষাৎকার নেয়ার পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে অবশ্যই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে হবে।

/এনএএস

Exit mobile version