Site icon Jamuna Television

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সৌদিপ্রবাসীর মৃত্যু, আহত ১

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ইট বোঝাই ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী রুবেল মোল্যা (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রুবেল কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আক্কাস মোল্যার ছেলে। প্রায় ১৫ দিন আগে সৌদিআরব থেকে ছুটিতে বাড়িতে আসেন তিনি। এ ঘটনায় রুবেল মোল্যার শ্যালক রাসেল মোল্যা (২০) গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে কালিয়া-গোপালগঞ্জ সড়কের কালিনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত রাসেলকে প্রথমে কালিয়ায় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে রুবেল তার শ্যালক রাসেলকে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ইটবোঝাই একটি ট্রলি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।

এ নিয়ে নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, রুবেল মোল্যার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রলির চালক পলাতক রয়েছে।

এসজেড/

Exit mobile version