Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে বাবা-মাকে টুকরো টুকরো করে দেহাংশ ফেলা হলো ডাস্টবিনে, গ্রেফতার মেয়ে

বাবা-মাকে হত্যার পর দেহ কয়েক টুকরো করার অভিযোগ উঠেছে এক মার্কিন নারীর বিরুদ্ধে। এরই মধ্যে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ৪৯ বছর বয়সী ওই নারীকে অজামিনযোগ্য ধারায় আটকের নির্দেশ দিয়েছেন মার্কিন আদালত। খবর এনডিটিভির।

সম্প্রতি এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার নিকটবর্তী শহর অ্যাবিংটনে। পুলিশ বলছে, ওই নারী প্রথমে তার বাবা ও মাকে মাথায় গুলি করে হত্যা করে। এরপর করাত দিয়ে তাদের শরীর কয়েক টুকরো করে ঘরের ডাস্টবিনে ফেলে দেন। বিষয়টি সামনে আসে তাদের এক আত্মীয় ওই তরুণীর বাবা-মায়ের নিখোঁজ হওয়ার অভিযোগ করার পর। একজন পুলিশ সদস্য অভিযুক্তের বাড়িতে পৌঁছানোর পরই এ হত্যাকাণ্ড সম্পর্কে জানা যায়।

পুলিশ বলছে, হত্যার কোনো উদ্দেশ্য এখনো জানা যায়নি। তবে হত্যাকারী ওই নারী মানসিকভাবে চরম হতাশাগ্রস্ত ছিলেন সেটি স্পষ্ট। তিনি তার বাবা-মাকে হত্যা করে তাদের দেহাংশগুলো ডাস্টবিনে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন। তবে যে করাত দিয়ে তাদের দেহগুলোকে কাটা হয়েছে সেটি উদ্ধার করা হয়েছে। এনিয়ে তদন্ত চালাচ্ছি আমরা।

এসজেড/

Exit mobile version