Site icon Jamuna Television

বরিশালের কাছে রংপুরের হার

ফরচুন বরিশালের ফেসবুক পেজ থেকে নেয়া ছবি।

সাকিব আর ইফতেখারের ব্যাটিং তাণ্ডব দেখেছে চট্টগ্রাম। দু’জনের রেকর্ড জুটি আর সাকিবের ক্যারিয়ার সেরা ইনিংসে বরিশালের কাছে ৬৭ রানে হেরেছে রংপুর।

বরিশালের ইনিংসে ছিল সাকিব আল হাসান আর ইফতেখার আহমেদ শো। ৫ম উইকেটে দুজন মিলে যোগ করেন রেকর্ড ১৯২ রান। যা পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। এদিন, ৪৫ বলে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন পাকিস্তানের ইফতেখার। আর, ৯ চার আর ছয় ছক্কায় ৪৩ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন সাকিব। যা কিনা তার ১৬ বছরের টি-২০ ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। ৪৬ রানে ৪ উইকেট হারানো বরিশাল থামে ২৩৮ রানে। যা বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

জবাবে বড় ইনিংস গড়তে পারেননি রংপুরের কেউ। সর্বোচ্চ ৪৪ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শামিম পাটোয়ারি। বরিশালের হয়ে ৩ উইকেট শিকার করেন মেহেদী মিরাজ। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৭১ রানে থামে রংপুরের ইনিংস।

/এসএইচ

Exit mobile version