Site icon Jamuna Television

আম বয়ানে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

ফাইল ছবি

ফজরের নামাজ আদায় শেষে আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শুক্রবার (২০ জানুয়ারি) শুরু হওয়া এ পর্বে অংশ নিয়েছেন দিল্লীর মাওলানা সাদ অনুসারীরা। ইজতেমা ময়দানে জেলাওয়ারী নির্দিষ্ট খিত্তায় অবস্থান নিয়েছেন তারা।

জানা গেছে, বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বাদ আসর পাকিস্তানের ভাই হারুন কুরেশীর আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ পর্বেও বিদেশি মুসল্লিদের জন্য ময়দানের পশ্চিমাংশে টিনের ছাউনিযুক্ত বিশেষ কামরার ব্যবস্থা করা হয়েছে।

প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে নির্দিষ্ট পয়েন্টগুলোতে। ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। প্রস্তুত করা হয়েছে মেডিকেল ক্যাম্প ও হাসপাতালের অতিরিক্ত বেড ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স। রোববার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের আয়োজন।

এএআর/

Exit mobile version