Site icon Jamuna Television

মাহরেজের জোড়া গোলে টটেনহ্যামকে ৪-২ গোলে হারালো ম্যান সিটি

ছবি : সংগৃহীত

টটেনহ্যাম হটস্পারকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে জোড়া গোল করেছেন রিয়াদ মাহরেজ। গত সেপ্টেম্বরে রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে স্থগিত করা হয়েছিল ম্যাচটি।

ইতিহাদ স্টেডিয়ামে নিরুত্তাপ শুরুর পর ম্যাচের ৪৪ মিনিটে ডেডলক ভাঙ্গেন টটেনহ্যামের কুলুসেভস্কি। মিনিট তিনেকের মাথায় এমারসনের হেডে ব্যবধান দ্বিগুণ করে স্পার্স।

বিরতির পর স্বরূপে ফেরে ম্যান সিটি। হুলিয়ান আলভারেজ ও আর্লিং হল্যান্ডের গোলে সমতায় ফেরে সিটিজেনরা। এরপর ৬৩ মিনিটে স্কোর শিটে নাম তোলেন রিয়াদ মাহরেজ। ৯০ মিনিটে এ আলজেরিয়ান ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে ৪-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি। এ জয়ে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়েছে পেপ গার্দিওলা শিষ্যরা।

এএআর/

Exit mobile version