Site icon Jamuna Television

পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লউটিএ’র নৌ ট্রাফিকের সহকারি পরিচালক মো. ফরিদ উদ্দিন আহম্মদ জানান,শনিবার সকাল ১১ থেকে প্রবল বাতাসে সৃষ্ট ঢেউয়ের কারণে নদী উত্তাল হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া অনুকুলে এলে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

অপর দিকে এ নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীরা নিবিঘ্নে ফেরি দিয়ে পারাপার করছে।

Exit mobile version