Site icon Jamuna Television

ট্র্যাফিক সিগন্যালে অতিরিক্ত হর্ন বাজানোয় নারীকে হত্যার হুমকি

ছবি: সংগৃহীত

ভারতের গুরুগ্রামে ট্র্যাফিক সিগন্যালে বসে অতিরিক্ত হর্ন বাজানোর কারণে এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ জানুয়ারি) সকালে এমডিআই চকে ওই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি’র।

ওই নারী অভিযোগ করে বলেন, সিগন্যালে তিনি গাড়ি থামিয়ে অপেক্ষা করছিলেন। এ সময় একটি গাড়ি তাকে ওভারটেক করে যাচ্ছিল। পরে তাকে মারধর করা হয়। পরে ওই ব্যক্তি আমাকে হত্যার হুমকিও দেয়।

আরও পড়ুন: নেপালে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত: প্রাথমিক তদন্তে যা জানা গেলো

মারধরের শিকার ওই নারীকে উদ্ধারে আশপাশের লোক চলে আসলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। মারধরে ওই নারী বাম চোখ এবং নাকে মারাত্মক আঘাত পেয়েছে।

অভিযুক্ত ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ধরতে সিসিটিভির ফুটেজ দেখে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এনএএস

Exit mobile version