Site icon Jamuna Television

গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের দখলে থাকবে রাজপথ: সিপিবি

গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আগামী দিনে জনগণের দখলে থাকবে রাজপথ।

শুক্রবার (২০ জানুয়ারি) পল্টনে মুক্তিভবনের সামনে ২০০১ সালে সিপিবির সমাবেশে হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন দলটির নেতারা। তারা বলেন, সাম্রাজ্যবাদ ও লুটেরাদের বিরুদ্ধে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। আওয়ামী লীগ ও বিএনপি- এই দুই ধারার বাইরে জনগণকে আশার আলো দেখাতে হবে।

এ সময় জঙ্গি ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সব পক্ষকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান সিপিবি নেতারা। তারা বলেন, কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করতে বিভিন্ন সময়ে এ ধরনের হামলা চালানো হয়েছে। কিন্তু সেসব নৃশংস ঘটনার বিচার মেলেনি।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কমিউনিস্ট পার্টি এই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জনগণের রায় সঙ্গে নিয়ে এগিয়ে চলেছে। কমরেড হিমাংশু মন্ডল জীবন দিয়েছেন, লাল পতাকা ছাড়েন নাই।

সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আগামী দিনের রাজপথ আওয়ামী লীগ ও বিএনপি না, থাকবে জনগণের দখলে। আর সে লক্ষ্যে বিকল্প শক্তি গড়ে তোলার শপথ নেবো আমরা।

/এম ই

Exit mobile version