Site icon Jamuna Television

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধ, বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, শেরপুর:

শেরপুর সদরের বাজিতখিলা ইউনিয়নে রফিক মিয়া (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিক প্রতাবিয়া গ্রামের মৃত শাহ ফকিরের ছেলে। পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের কাঠবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন রফিক। পরে আর ফিরে আসেননি। স্বজনদের অভিযোগ, নিজেদের আত্মীয় মস্তু, ওমেদ আলী ও আঙ্গুর মিয়ার সাথে রফিকের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: নড়াইলে সড়ক দুর্ঘটনায় সৌদিপ্রবাসীর মৃত্যু, আহত ১

শেরপুর সদর থানার ওসি বশির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোরে বাগানের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলাকাবাসী। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত এবং গলা কাটা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এএআর/

Exit mobile version