Site icon Jamuna Television

রাজবাড়ীতে গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে অগ্নিদগ্ধ দুই শিশুর মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর কালুখালিতে গ্যাসলাইট নিয়ে খেলতে গিয়ে আগুনে পুড়ে দুই শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার মাঝবাড়ি কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুজাইফা (৮) ও হাসান (৩) সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে অন্য শিশুদের নিয়ে একটি ঘরে খেলছিল হুজাইফা ও হাসান। সেখানে গ্যাসলাইট দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে তারা। এতে পাশে রাখা পাটখড়িতে আগুন ধরে যায়। এ সময় বাকি শিশুরা ঘর থেকে বের হয়ে গেলেও হুজাইফা ও হাসান ভয় পেয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হয়। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় ওই দুই শিশু।

কালুখালি থানার এসআই সুবোধ চন্দ্র বর্মণ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : একই গ্রামের ১৩ স্থানে রহস্যজনক আগুন, জ্বিনের কারসাজি ভেবে বাড়িতে বাড়িতে মিলাদ

এএআর/

Exit mobile version