Site icon Jamuna Television

ইসরায়েলি আগ্রাসন বন্ধে মার্কিন হস্তক্ষেপ চায় ফিলিস্তিন

হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে বৈঠক করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ছবি : সংগৃহীত

ইসরায়েলি আগ্রাসন বন্ধে জরুরি ভিত্তিতে মার্কিন হস্তক্ষেপ চেয়েছে ফিলিস্তিন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রামাল্লায় হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে বৈঠকে এ আহ্বান জানান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর রয়টার্সের।

ফিলিস্তিনি প্রেসিডেন্সিয়াল দফতর এ বৈঠকের ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে জানানো হয়, ইসরায়েলের নতুন কট্টর ডানপন্থী সরকারের ব্যাপারে কথা হয়েছে। আগ্রাসন-নিপীড়ন বন্ধে অবিলম্বে মার্কিন হস্তক্ষেপ চেয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট।

এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেন সুলিভান। তাদের আলোচনায় গুরুত্ব পায় ইরানের আঞ্চলিক প্রভাব ইস্যু। একইসাথে, আব্রাহাম চুক্তির ওপর নির্ভরশীল হওয়ার তাগিদ দেন ইহুদি রাষ্ট্রটিকে। সুলিভান বলেন- শান্তি স্থাপনে আলোচনার পরিসর বাড়ানো দরকার। সেই আলোচনায় সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের ব্যাপারেও গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: পেরুর সরকার বিরোধী বিক্ষোভে আরও দুই আন্দোলনকারীর মৃত্যু

এএআর/

Exit mobile version