Site icon Jamuna Television

আর্সেনালই প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন, বলছে সুপার কম্পিউটার

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ নর্থ লন্ডন ডার্বিতে টটেনহ্যামকে ২-০ গোলে হারানোর পর সুপার কম্পিউটার বিশ্লেষণে বলছে, লিগ জয়ের জন্য অন্যতম ফেভারিট এখন আর্সেনাল। স্পার্সের বিরুদ্ধে জয়ের ফলে মিকেল আরতেতার দল বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা ম্যান সিটির চেয়ে ৫ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

ট্রাইবুনা ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সুপার কম্পিউটার অনুমান করেছে যে, ২০০৩/০৪ মৌসুমের পর আর্সেনালের প্রথম শিরোপা জয়ের সম্ভাবনা এখন ৫১.৪ শতাংশ। গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের কাছে হেরে সিটির সম্ভাবনা নেমে এসেছে ৪৫.৪ শতাংশে। সুপার কম্পিউটার জানায়, পেপ গার্দিওলার শিষ্যরা চলতি মৌসুমের ইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

আর্সেনালের এগিয়ে থাকার মূল কারণ হিসেবে দেখানো হয়েছে সিটির থেকে ১ ম্যাচ কম খেলে ৫ পয়েন্টে এগিয়ে থাকাকে। ২০০৩-০৪ মৌসুমে শিরোপা জয়ের পর আর কোনো মৌসুমে ১৮ ম্যাচ শেষে নিচের দলগুলোর বিপক্ষে এত বেশি ব্যবধানে এগিয়ে থাকতে পারেনি গানাররা। সে বার আর্সেন ওয়েঙ্গারের দল ১১ পয়েন্ট ব্যবধান রেখেই চ্যাম্পিয়ন হয়েছিল। লিগ ইতিহাসে ১৮ ম্যাচ শেষে ৪৭ পয়েন্টও আর্সেনালের জন্য সর্বোচ্চ।

আরও পড়ুন: ‘পেরোনের জন্য গার্দিওলার ৩টি ফোনকলও যথেষ্ট নয়’

/আরআইএম

Exit mobile version