Site icon Jamuna Television

মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক ও চিকিৎসক এন কে নাতাশা আর নেই

ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক ও চিকিৎসক এন কে নাতাশা আর নেই। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত ছিলেন। জুমার নামাজের পর মহাখালী ডিওএইচএস মসজিদে তার জানাজা হওয়ার কথা রয়েছে।

টেলিভিশনের পর্দায় এন কে নাতাশা একজন জনপ্রিয় সংবাদ উপস্থাপক হলেও তিনি মূলত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ছিলেন। ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেন তিনি। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর-এ সহযোগী অধ্যাপক হিসেবেও কর্মরত ছিলেন এন কে নাতাশা।

/এনএএস

Exit mobile version