Site icon Jamuna Television

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩ অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের স্মরণে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩’।

শুক্রবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় লাল-সবুজ বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ফুল ম্যারাথন ও হাফ ম্যারাথনে মোট ২ হাজার ১৬৩ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন।

ম্যারাথনে অংশগ্রহণকারী এলিট দৌঁড়বিদদের মধ্যে ফুল ও হাফ ম্যারাথনে ২১ জন পুরুষ ও ১৭ জন মহিলা অংশ নেন। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে কাঞ্চন ব্রিজ ঘুরে আবার বসুন্ধরা কনভেনশনে গিয়ে শেষ হয় এই ম্যারাথান। এরমধ্যে হাফ ম্যারাথনে প্রায় ২২ কিলোমিটার আর ফুল ম্যারাথনে প্রায় ৪৩ কিলোমিটার পাড়ি দিতে হয় প্রতিযোগীদের। অংশগ্রহণকারী দৌড়বিদদের আর্থিক পুরস্কার ও সম্মাননা দেয়া হয়।

/এমএন

Exit mobile version