Site icon Jamuna Television

চট্টগ্রামে চালের বাজারে অস্থিরতা; বেড়েছে ডিম-মশলা-সবজির দাম

চট্টগ্রাম ব্যুরো:

ভরা মৌসুমেও চট্টগ্রামে আবার অস্থির হয়ে উঠছে চালের বাজার। বেড়েছে সব ধরনের সরু চালের দাম। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মশলা জাতীয় পণ্যের দামও। হঠাৎ চড়া ডিমের দামও; সব মিলিয়ে স্বস্থিতে নেই বন্দর নগরীর সাধারণ ক্রেতারা।

আমনের ভরা মৌসুম ছাড়াও ভারত থেকে আমদানি করা হয়েছে বিপুল পরিমাণ চাল। আর তাই গেলো বেশকিছু দিন ধরেই স্থিতিশীল ছিল চালের বাজার। তবে, সংকটের কথা বলে সপ্তাহখানেক ধরে হঠাৎ করেই চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করে সব ধরনের সরু চালের দাম। ৫০ কেজি ওজনের প্রতি বস্তায় বেড়েছে ৫০ থেকে ১শ’ টাকা পর্যন্ত।

এদিকে, তেল-চিনির বাজার স্থিতিশীল থাকলেও প্রতি কেজিতে নতুন করে গুঁড়ো দুধের দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।

সাধারণত কোরবানির ঈদ আসলে চাহিদা বেড়ে যায় মশলা জাতীয় পণ্যে। কিন্তু কোরবানি ঈদের অনেক দিন বাকি থাকলেও আমদানি খরচ বাড়ার অজুহাতে বেড়েছে সব ধরনের মশলা দাম। এক লাফে দুই সপ্তাহের ব্যবধানে ২শ’ টাকা বেড়ে জিরা বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭শ’ টাকায়। বেড়েছে রসুন, আদার দামও।

বেশ কিছু দিন হাতের নাগালে থাকা ডিমের দাম গেলো তিন দিনে বেড়েছে তিন দফায়। প্রতি ডজন ডিম এখন বিক্রি হচ্ছে ১২৫ টাকায়।

ভরপুর সরবরাহের মধ্যেই স্বস্থি নেই শীতের সবজির বাজারেও। গেলো সপ্তাহের তুলনায় কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা। নতুন আসা গ্রীষ্মকালীন সবজি ক্রেতার নাগালের বাইরে। এমন অবস্থায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ক্রেতাদের।

তবে, মুরগী ও গরুর মাংসের দাম কমেছে। আর মাছের বাজার স্থিতিশীল রয়েছে।

/এমএন

Exit mobile version