Site icon Jamuna Television

নেটফ্লিক্সের সিইওর পদ ছাড়লেন হেস্টিংস

নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা রিড হেস্টিংস। তিনি গত দুই দশক ধরে এ দায়িত্বে ছিলেন। রিড হেস্টিংস সিইও হিসেবে সরে দাঁড়ালেও নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। খবর রয়টার্সের।

তার দীর্ঘদিনের অংশীদার আরেক সহপ্রতিষ্ঠাতা টেড সারান্দোস সিইও এর দায়িত্বে আসছেন। আর চিফ অপারেটিং অফিসারের দায়িত্ব পালন করবেন গ্রেগ পিটার্স।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) এক ব্লগ পোস্টে রিড হেস্টিংস জানান, সিইও হিসেবে পদত্যাগ করলেও দায়িত্ব পালন করবেন নির্বাহী চেয়ারম্যানের। ২০২২ সালের শুরু থেকেই গ্রাহক কমার চাপে ছিল ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।

তবে বছরের শেষ নাগাদ প্রায় ৭৭ লাখ নতুন গ্রাহক যোগ হয়েছে বলে জানায় নেটফ্লিক্স কর্তৃপক্ষ। প্রত্যাশার চেয়েও বেশি গ্রাহক পাওয়ার পেছনে ভূমিকা রেখেছে হ্যারি অ্যান্ড মেগান ও ওয়েনেসডে সিরিজের সফলতা। নেটফ্লিক্সের বর্তমান অবস্থানে আসার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দুই দশক ধরে দায়িত্ব পালন করা হেস্টিংস।

/এমএন

Exit mobile version