Site icon Jamuna Television

সাতক্ষীরায় দশ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী আটক

আটককৃত মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া।

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা এলাকা থেকে মাদক মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি জিয়াউর রহমান জিয়াকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয় বলে জানা গেছে। আটক মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া সাতক্ষীরা সদরের বাসিন্দা।

সাতক্ষীরা র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমাণ্ডার মেজর গালিব জানান, সাতক্ষীরা আদালতে ২০২২ সালের এক মাদক মামলায় দশ বছরের সাজা হয় জিয়ার। সে মূলত মাদক ব্যবসায়ী। দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকেি সে পলাতক ছিল। গোপন সূত্রে পাওয়া খবরে তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ

Exit mobile version