Site icon Jamuna Television

নোয়াখালীতে অন্তঃসত্ত্বাকে হত্যার অভিযোগে স্বামী আটক

ফাইল ছবি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নে সুরাইয়া আক্তার নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে সুরাইয়া আক্তারের সাথে একই গ্রামের ফয়সাল মাহমুদ পাভেলের বিয়ে হয়। বর্তমানে সে ২-৩ মাসের অন্তঃস্বত্তা। বিয়ের পর থেকেই স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন সুরাইয়ার ওপর নানাভাবে নির্যাতন চালাতেন। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর ঝগড়াও হতো। গত ৪ দিন আগে সে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে যায়। গত ৩ দিন ধরে তার স্বামীর
পরিবারে ঝগড়া চলছিলো। এ ঝগড়ার জেরেই গত ৩ দিন তাদের ঘরে কোনো খাবার রান্না হয়নি। সে গত ৩ দিন ধরে উপোস ছিল। নানামুখী নির্যাতনে অতিষ্ট হয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে সে বাবার বাড়ি চলে যেতে চেষ্টা করলে তাকে নির্যাতন করে হত্যা করা হয়।

এ প্রসঙ্গে বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/এসএইচ

Exit mobile version