Site icon Jamuna Television

পুতিন জীবিত কিনা সন্দেহ জেলেনস্কির

ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জীবিত আছেন কিনা, এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি। খবর এনডিটিভির।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে সুইজারল্যান্ডের ডাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) মূল অনুষ্ঠানের ফাঁকে এক আয়োজনে যোগ দিয়ে তিনি এ সন্দেহ প্রকাশ করেন। সেখানে ‘কবে শান্তি আলোচনা শুরু হবে’ এমন প্রশ্ন করা হলে তিনি পুতিনের বেঁচে থাকা নিয়ে সন্দেহের কথা জানান।

জেলেনস্কি বলেন, আজ আমি আসলে বুঝতে পারছি না, কার সঙ্গে কথা বলব, কোন বিষয়ে কথা বলব। আমি আসলে নিশ্চিত নই রাশিয়ার প্রেসিডেন্ট, যিনি মাঝেমধ্যে সবুজ পর্দার সামনে হাজির হন, তিনি আসল কিনা। আমি বুঝতে পারি না তিনি বেঁচে আছেন কিনা, তিনি সব সিদ্ধান্ত নিচ্ছেন নাকি অন্য কেউ নিচ্ছে।

এদিকে, জেলেনস্কির এমন সন্দেহের কয়েক ঘণ্টা পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। ক্রেমলিন জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট চান না পুতিন কিংবা রাশিয়া কারোই অস্তিত্ব থাকুক।

/এমএন

Exit mobile version