Site icon Jamuna Television

ইজতেমার জন্য প্রধানমন্ত্রীর স্কাউটের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে হতে যাওয়া এশিয়া প্যাসিফিক আঞ্চলিক স্কাউট ও একাদশ জাতীয় স্কাউট জাম্বুরির ৩২তম সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

আগামীকাল শনিবার (২১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তবে টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (২০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এরইমধ্যে আয়োজনস্থলে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের স্কাউট ও কর্মকর্তারা হাজির হয়েছেন। তাদের পাশাপাশি বাংলাদেশি স্কাউটদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র।

শুক্রবার তুরাগতীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

/এমএন

Exit mobile version