Site icon Jamuna Television

লালমনিরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাবেক অধ্যক্ষ খুন

নিহত সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী (৬৫)।

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলী (৬৫) নিজ বাড়ির কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ছিলেন।

শুক্রবার (২০ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে পাটগ্রাম পোস্টঅফিস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পায়ে হেঁটে বাড়িতে ফেরার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা ওয়াজেদ আলীর ওপর হামলা চালায় চালায়। ছুরিকাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করতে শুরু করেছে বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক।

/এসএইচ

Exit mobile version