Site icon Jamuna Television

বার্সা ছাড়লেন মেমফিস ডিপাই, যোগ দিলেন আরেক স্প্যানিশ ক্লাবে

বার্সেলোনা ছেড়ে চলে গেলেন মেমফিস ডিপাই। ডাচ এই ফরোয়ার্ড আড়াই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন স্পেনের আরেক ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদে।

বার্সেলোনা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ৩০ লাখ ইউরো ট্রান্সফার ফি-তে ডিপাইকে ছেড়ে দিয়েছেন তারা। বোনাসসহ কাতালান ক্লাবটি পেতে পারে আরও দশ লাখ ইউরো।

নতুন ক্লাবে পাড়ি দিয়ে অনুশীলনও শুরু করেছেন ডিপাই। ২০২১ সালে ফরাসি ক্লাব লিওঁ থেকে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন এই ডাচ তারকা। বার্সার হয়ে ৪২ ম্যাচে ১৪টি গোল করেন ডিপাই। মূলত লেভানডোভস্কি বার্সায় যোগ দেবার পর একাদশ থেকে জায়গা হারান এই ফরোয়ার্ড।

/এমএন

Exit mobile version