Site icon Jamuna Television

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক কোভিড বিষয়ক মন্ত্রী হিপকিন্স

ক্রিস হপকিন্স। ছবি : সংগৃহীত

জেসিন্ডা আরডার্নের পর নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ক্রিস হিপকিন্স। শনিবার (২১ জানুয়ারি) লেবার পার্টির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। খবর ব্লুমবার্গের।

খবরে বলা হয়েছে, বর্তমানে পুলিশ, শিক্ষা ও জনসেবা মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন ৪৪ বছর বয়সী এ নেতা। এর আগে তিনি কোভিড ১৯ বিষয়ক মন্ত্রীও ছিলেন। ক্ষমতাসীন লেবার পার্টির নেতা নির্বাচনে একমাত্র মনোনীত প্রার্থী হওয়ায় প্রধানমন্ত্রী পদে তাকেই চূড়ান্ত হিসেবে ধরে নেয়া হচ্ছে।

রোববারের (২২ জানুয়ারি) পার্লামেন্ট অধিবেশনে দলের সমর্থন পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হবে বিষয়টি। সেখানে নির্বাচিত হলে আগামী ৭ ফেব্রুয়ারি জেসিন্ডার আনুষ্ঠানিক পদত্যাগের পর প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পাবেন তিনি।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রথমবার পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন ক্রিস। ২০২০ সালে কোভিড-১৯ বিষয়ক মন্ত্রী হিসেবে ব্যাপক প্রশংসিত হন এ নেতা।

এএআর/

Exit mobile version