Site icon Jamuna Television

গুগলেও কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

মাইক্রোসফটের পর এবার ১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। যা প্রতিষ্ঠানটির মোট লোকবলের ছয় শতাংশ। খবর রয়টার্সের।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই শুক্রবার (২০ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন। জানান, বিশ্বের বিভিন্ন প্রান্তের কর্মীরা পড়বেন এই ছাঁটাইয়ের আওতায়। মানবসম্পদ, প্রকৌশলসহ সব স্তরের কর্মীরাই হারাবেন চাকরি। তাড়াতাড়িই শুরু হবে এ প্রক্রিয়া।

মূলত অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতেই এ সিদ্ধান্ত প্রযুক্তি কোম্পানিটির। এরই মধ্যে কর্মীদের ইমেইল বার্তা পাঠিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় আইন মেনেই সম্পন্ন করা হবে প্রক্রিয়াটি।

সম্প্রতি ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় গুগলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দী মাইক্রোসফট।

/এমএন

Exit mobile version