Site icon Jamuna Television

সামরিক ব্যয় বাড়াচ্ছে ফ্রান্স, বাহিনীর আধুনিকায়নে গুরুত্ব দেয়া হচ্ছে

ফ্রান্সে সামরিক ব্যয় বাড়ানোর উদ্যোগ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। ফরাসি সেনাবাহিনীকে পুনর্গঠনের উচ্চাকাঙ্ক্ষাও জানান তিনি।

শুক্রবার (২০ জানুয়ারি) দেশটির মন্ট-ডি-মারসান বিমান ঘাঁটিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান তিনি। সেখানে দেয়া ভাষণে বলেন, আগামি বছরগুলোয় সামরিক বাহিনীর বাজেট বাড়ানো হবে এক-তৃতীয়াংশেরও বেশি। ২০২৪ থেকে ৩০— সাত বছরে সামরিক বাজেট দাঁড়াবে ৪১৩ বিলিয়ন ইউরোতে। আগের মেয়াদে যা ছিল ২৯৫ বিলিয়ন ইউরো। এতে বার্ষিক ব্যয় বাড়বে ২৮ দশমিক ৫ শতাংশ। বছরে ৪৯ দশমিক ২ বিলিয়ন ইউরো থেকে বেড়ে ব্যয় দাঁড়াবে ৬৮ দশমিক ৮ বিলিয়ন ডলারে।

ড্রোন, সাইবার নিরাপত্তা, গোয়েন্দা বিভাগ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নয়ন ঘটানো হবে বলে উল্লেখ করেন ম্যাকরন। রুশ-ইউক্রেন যুদ্ধ মাথায় রেখে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতির কথা জানান ফরাসি প্রেসিডেন্ট।

ইমানুয়েল ম্যাকরন বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আমাদের নতুন করে ভাবাচ্ছে। এটাই সময় ফরাসি সেনাবাহিনী পুনর্গঠন ও আধুনিকায়নের। ফ্রান্সের স্বাধীনতা, নিরাপত্তা, সমৃদ্ধি ও অবস্থানের সুরক্ষায় সামরিক সক্ষমতা বাড়ানো হবে। যাতে নতুন শতকের যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তুত থাকতে পারে আমাদের সেনারা।

/এমএন

Exit mobile version