Site icon Jamuna Television

নিলামে উঠছে প্রিন্সেস ডায়ানার প্রিয় পোশাক

প্রিন্সেস ডায়ানার রাজকীয় পোশাক তোলা হচ্ছে নিলামে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ২৭ জানুয়ারি নিলামে উঠবে বেগুনি গাউনটি। চোখ ধাঁধানো সিল্কের ষ্ট্র্যাপলেস বল গাউনটি ডায়ানার অত্যন্ত পছন্দের ছিল। তাই এই পোশাকটি নিয়ে বেশ আশাবাদী নিলামকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। খবর এনবিসির।

১৯৯৭ সালে ভ্যানিটি ফেয়ার ফটোশুটে শেষবারের মতো এই গাউন গায়ে চড়িয়েছিলেন প্রিন্সেস ডায়ানা। তার এই বিখ্যাত পোশাকটির ডিজাইনার ভিক্টর এডেলস্টেইন। যিনি প্রায় দশ দশক ধরেই তার ব্যক্তিগত নকশাকার ছিলেন। এবার এই মূল্যবান পোশাকটি “দ্য ওয়ান” এর অংশ হিসেবে দ্বিতীয়বার নিলামে তুলছে সথবিস প্রতিষ্ঠান।

এটির দাম ৮০ লাখ থেকে ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফ্যাশন আইকন হিসেবে ডায়ানার পোশাকগুলোর পরিচিতি বিশ্বজুড়ে। মৃত্যুর আগে ৮০টি পোশাক নিলামে তোলেন ডায়ানা।

এসজেড/

Exit mobile version