Site icon Jamuna Television

কেন্দ্রীয় চুক্তিতে ২১ ক্রিকেটার; বাদ পড়লেন রাব্বিসহ ৪ ক্রিকেটার

ফাইল ছবি।

চলমান বছরে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে বিসিবি। বাদ পড়েছেন মোহাম্মদ নাইম শেখ, সাদমান ইসলাম, ইয়াসির আলী রাব্বি এবং মাহমুদুল হাসান জয়। তাদের জায়গায় কেন্দ্রীয় চুক্তিতে এসেছেন জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ এবং সৈয়দ খালেদ আহমেদ।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে এক বিবৃতি দিয়ে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে বিসিবি। তিন সংস্করণের জন্য আলাদা চুক্তি করা হয়েছে ক্রিকেটারদের সঙ্গে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ২১ ক্রিকেটারদের মধ্যে ৩ ফরম্যাটে মোট চারজন খেলোয়াড়ের নাম রয়েছে।

তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ

ওয়ানডে ও টেস্ট: তামিম ইকবাল, মুশফিকুর রহিম।  

টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জাকির হাসান। 

ওয়ানডে ও টি-টোয়েন্টি: আফিফ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ।

বাদ পড়েছেন: ইয়াসির আলি, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মোহাম্মদ নাইম শেখ। 

/আরআইএম

Exit mobile version