Site icon Jamuna Television

শরীয়তপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত নুরুল ইসলাম নুরু ছৈয়াল (৭২) নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া এলাকার বাসিন্দা।

শুক্রবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে নড়িয়া পৌরসভার ব্র্যাক অফিসের সামনে প্রেমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার দুপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৮টার দিকে নুরু ছৈয়াল সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি মোটরসাইকেল নড়িয়া বাজার থেকে শরীয়তপুর সদরের দিকে যাওয়ার পথে তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন নুরু ছৈয়াল। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পদ্মা সেতু হাইওয়ে সড়কেই মধ্যরাতে তার মৃত্যু হয়।

তবে এ নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। আটক করা যায়নি ওই মোটরসাইকেল চালককেও।

এসজেড/

Exit mobile version