Site icon Jamuna Television

দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই: তাজুল ইসলাম

সিলেট ব্যুরো:

দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শনিবার (২১ জানুয়ারি) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী এ সব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার দেশের কথা চিন্তা না করে নিজেদের স্বার্থের কথাই বেশি চিন্তা করেছেন। তাই দীর্ঘ ২১ বছর ক্ষমতায় থেকে প্রতিটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছেন তারা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির চূড়ান্ত শিখরের দিকে নিয়ে যাচ্ছে।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির চাকাকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উত্তরণ করে উন্নয়নশীল দেশে পরিণত করা হয়েছে।

/এনএএস

Exit mobile version