Site icon Jamuna Television

সিনিয়রদের টেস্টে অনাগ্রহের কথা জানা নেই : আকরাম খান

আকরাম খান-ফাইল ছবি

সাকিবসহ একাধিক সিনিয়র ক্রিকেটারের টেস্টে অনাগ্রহের কথা জানেন না বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। তবে ঘটনা সত্য হলে তা ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি।

আজ জাতীয় আর এ দলের ক্রিকেটারদের পারফরম্যান্স মূল্যায়ন করতে নির্বাচক ও সংশ্লিষ্টদের নিয়ে সভা শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এর আগে, গতকাল গণমাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হারার কারণ জানাতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, আমাদের দেশে বেশ কিছু সিনিয়র ক্রিকেটার আছে যারা টেস্ট খেলতে চায় না। যেমন সাকিব টেস্ট খেলতে চায় না। মোস্তাফিজও টেস্ট খেলতে চায় না। তবে বলে না যে খেলবো না কিন্তু এড়িয়ে যেতে চায়। হয়তো ইনজুরিপ্রবণ বলেই চায় না। অনেকেই টেস্ট খেলতে চায় না। কারণ টেস্টটা তো অনেক কঠিন।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে বাজে পারফরম্যান্সের জন্য অনুশীলনে ডিউক বল না পাওয়াকেও  দায়ী করেছেন বেশ কিছু ক্রিকেটার। অনুশীলনে এই বল না পাওয়ার কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও। তবে অভিযোগ অস্বীকার করেন আকরাম খান।

Exit mobile version