Site icon Jamuna Television

২য় ওয়ানডেতে ৮ উইকেটের জয় পেলো ভারত

হিন্দুস্তান টাইমস থেকে নেয়া ছবি।

সফররত নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক ভারত। সফরকারীদের দেয়া মাত্র ১০৯ রানের লক্ষ্য ১৭৯ বল হাতে রেখেই টপকে যায় স্বাগতিকরা।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ভারতের বোলিং আক্রমণে ছন্নছাড়া হয়ে পড়ে কিউইদের ব্যাটিং লাইনআপ। মাত্র ১৫ রানেই তারা হারিয়ে বসে ৫ উইকেট! মাঝে গ্লেন ফিলিপস ধাক্কা সামালানোর চেষ্টা চালালেও ৩৬ রানে ফিরতে হয় তাকে। মিচেল স্যান্টনারের ২৭ ও মাইকেল ব্রেসওয়েলের ২২ রান ছাড়া দুই অঙ্ক পার করতে পারেনি কোনো কিউই ব্যাটার। এদিন, স্বাগতিকদের পক্ষে মোহাম্মদ শামি নেন সর্বোচ্চ ৩টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭২ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। রোহিত ৫১ রানে ফিরলেও শুভমান অপরাজিত ৪০ রানে দলকে জিতিয়েই ছাড়েন মাঠ। এ জয়ের সুবাদে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত।

/এসএইচ

Exit mobile version