Site icon Jamuna Television

যে কারণে মোস্তাফিজের বিদেশি লিগ খেলতে মানা

ফাইল ছবি

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের বিদেশ লিগ খেলায় আপত্তি জানিয়েছেন বিসিবি বস। কিন্তু কেনো? এর কারণও জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বলেছেন, বিদেশি লিগ খেলতে গিয়েই বারবার চোটে আক্রান্ত হচ্ছেন মোস্তাফিজ, যার কারণে তিনি দেশের হয়ে নিয়মিত খেলতে পারেন না। তাই আগামী দুই বছর মোস্তাফিজকে বিদেশি লিগে খেলতে নিষেধ করে দিয়েছেন তিনি।

পাপন আরও বলেন, চোটে আক্রান্ত হলে বোর্ড তাকে চিকিৎসা দিয়ে সারিয়ে তুলবে আর সেরে উঠলে জাতীয় দলের হয়ে খেলতে চাইবে না তা ঠিক নয়। তাই, আগামী দুই বছর দেশের বাইরে খেলতে না যাওয়ার জন্য বলে দেওয়া হয়েছে তাকে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version