Site icon Jamuna Television

লিভারপুলের মাঠ থেকে ড্র নিয়ে ফিরলো চেলসি

ছবি : সংগৃহীত

লিভারপুলের মাঠ থেকে ড্র নিয়েই ফিরতে হলো চেলসিকে। অ্যানফিল্ডের বিগ ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

লিগে সময়টা ভালো যাচ্ছে না লিভারপুল-চেলসি কোনো দলেরই। পয়েন্ট টেবিলেও উপরের দিকে নেই দুই দল। এর মধ্যেই বিগ ম্যাচে মাঠে নামা তারা উপহার দিয়েছে ম্যাড়মেড়ে নিরুত্তাপ পারফরম্যান্স।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই অবশ্য গোলের দেখা পেয়েছিল চেলসি। পরে ভিএআরে বাদ পড়লে কপাল পোড়ে ব্লুদের। ১৯ ম্যাচে এ দুই দলের পয়েন্ট সমান ২৯। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ৮ নম্বরে রয়েছে লিভারপুল এবং ১০ নম্বরে চেলসি।

এএআর/

Exit mobile version