Site icon Jamuna Television

অদম্য আর্সেনালের মুখোমুখি ছন্দে ফেরা ম্যানইউ

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে মুখোমুখি হবে টেবিল টপার আর্সেনাল ও ছন্দে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড। এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রোববার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।

আর্সেনালের সামনে সুযোগ থাকছে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করার। তাদের পয়েন্ট ৪৭। আর ৩৯ পয়েন্ট নিয়ে চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সুযোগ ব্যবধান কমানোর। লিগে সবশেষ ৬ ম্যাচের ৫ টিতেই জয় দু’দলের। তবে ঘরের মাঠে এগিয়ে থাকবে আর্সেনাল। এমিরেটসে এই মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে গানাররা। সেই সাথে লিগে ১২ ম্যাচ অপরাজিত দলটি। বিপরীতে সবশেষ ৭ ম্যাচে হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তাই প্রিমিয়ার লিগ ক্ল্যাসিকের সকল রসদই মজুদ এমিরেটসের মহারণের জন্য।

গ্যাব্রিয়েল জেসুস ও রিস নেলসনের ইনজুরি সত্বেও দারুণ ফর্মে আছে গানারদের আক্রমণভাগ। তবে, এক ম্যাচ সাসপেনশন থেকে মাত্র একটি ‘কার্ড’ দূরত্বে আছেন গ্যাব্রিয়েল, উইলিয়াম সালিবা ও বুকায়ো সাকা। আর্সেনালে নতুন সাইনিং লিয়ান্দ্রো ট্রোসার্ডকে এই ম্যাচে নামানো যাবে কিনা তা নির্ভর করবে তাকে নিবন্ধন করানোর উপর।

অন্যদিকে, এই ম্যাচে রেড ডেভিলরা পাবে না ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরোকে। পাঁচটি হলুদ কার্ডের কারণে এই বিগ ম্যাচ ম্যাচ মিস করবেন এরিক টেন হাগের অন্যতম এই ভরসা। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ম্যাচে না পাওয়া গেলেও আজ স্কোয়াডেই থাকতে পারেন ব্যাকআপ গোলরক্ষক জ্যাক বাটল্যান্ড। দিয়োগো দালোত এবং অ্যান্থনি মার্শিয়ালকে এই ম্যাচে পাওয়া যাবে কিনা, তা ক্রিস্টাল প্যালেস ম্যাচের পর সংবাদ সম্মেলনে পরিষ্কার করতে পারেননি টেন হাগ।

আরও পড়ুন: লিভারপুলের মাঠ থেকে ড্র নিয়ে ফিরলো চেলসি

/এম ই

Exit mobile version