Site icon Jamuna Television

শেষ হলো ইজতেমা, আখেরি মোনাজাতে লাখো মুসল্লির আকুতি

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (২২ জানুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার শেষ দিনে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে আত্মশুদ্ধি, নিজ নিজ গুনাহ মাফ, সব বালা-মুসিবত থেকে হেফাজত ও রহমত প্রার্থনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখো মুসল্লি দু-হাত তুলে আকুতি জানিয়েছেন। অনেকে কান্নায়ও ভেঙে পড়েন। মোনাজাতে অংশ নেন ইজতেমায় অংশ নেয়া লাখো মুসল্লি। এ সময় বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করা হয়।

মোনাজাতের আগে হেদায়েতমূলক বয়ান করেন মাওলানা ইউসুফ বিন কান্ধলভী। বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু করেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ওই পর্বে মাওলানা জোবায়েরের অনুসারীরা অংশ নেন। আর ২২ জানুয়ারি ফজর নামাজের পরই আম বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় পর্ব।

/এএআর/এমএন

Exit mobile version