Site icon Jamuna Television

ইউরোপিয়ান ফুটবল: মাঠে নামবে রিয়াল, বার্সা, ম্যানসিটি

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলে আজ মাঠে নামবে জায়ান্টরা। লা লিগার আলাদা ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে রাত সাড়ে ১১টায় গেটাফেকে আতিথ্য দেবে বার্সেলোনা। আর রাত দু’টায় অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে খেলবে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামবে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটি। ইত্তিহাদ স্টেডিয়ামে উলভারহ্যাম্পটনকে আতিথ্য দেবে রাত ৮টায়।

নিজেদের টানা অষ্টম জয়ের লক্ষ্যে মাঠে নামবে বার্সেলোনা। ৪১ পয়েন্ট নিয়ে থাকা শীর্ষস্থানটা আরও সুসংহত করতে চাইবে জাভির দল। তাদের প্রতিপক্ষ ১৭ পয়েন্ট নিয়ে নিচের দিকে থাকা গেটাফে। আরেক ম্যাচে ব্যবধান কমিয়ে নেয়ার সুযোগ থাকছে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের। তবে দলটির জন্য ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে সবশেষ ৬ ম্যাচে ২ হার। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের আটে থাকা বিলবাওয়ের সামনে থাকবে টেবিলের পাঁচে উঠে আসার সুযোগ।

শীর্ষস্থানে থাকা আর্সেনালের সাথে ৫ পয়েন্টের ব্যবধান পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির। বিগ ম্যাচে যখন মাঠে নামবে আর্সেনাল, তখন সহজ প্রতিপক্ষের বিপক্ষে ব্যবধান কমিয়ে নেয়ার সুযোগ সিটিজেনদের। ২০১৯ এর ডিসেম্বরের পর থেকে সিটিজেনদের বিপক্ষে জয় পায়নি উলভস। ১৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে জুলেন লোপেতেগুইয়ের শিষ্যরা।

আরও পড়ুন: অদম্য আর্সেনালের মুখোমুখি ছন্দে ফেরা ম্যানইউ

/এম ই

Exit mobile version