Site icon Jamuna Television

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল স্পেন

ছবি: সংগৃহীত

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল স্পেন। শনিবার (২১ জানুয়ারি) রাজধানী মাদ্রিদে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ। খবর রয়টার্স’র।

বিরোধীদলসহ ১০০টি সংগঠন এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। রাজধানীর সিটি হলের সামনে জড়ো হয়ে শ্লোগান দেয় তারা।

আয়োজকরা বলছেন, অন্তত ৩০ হাজার বিক্ষোভকারী অংশ নেয় শনিবারের সমাবেশে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে তাদের এই বিক্ষোভ। সরকারের বিরুদ্ধে সংবিধান অবমূল্যায়নের অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সমাবেশে উপস্থিত ছিলেন ডানপন্থি ও রক্ষনশীল দলগুলোর নেতারা।

কাতালান স্বাধীনতাকামীদের মুক্তির সমালোচনা করেন তারা। আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সাথে সমঝোতা স্পেনের গনতন্ত্রকে হুমকির মুখে ফেলছে বলে দাবি বিক্ষোভকারীদের।

/এনএএস

Exit mobile version