Site icon Jamuna Television

অবৈধ ক্ষমতা দখলে রাখতে শেষ পর্যন্ত লড়াই করবে সরকার: মির্জা ফখরুল

অবৈধ ক্ষমতা দখল করে রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই করবে সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্রের কাঠামো পরিবর্তন চাই।

রোবাবর (২২ জানুয়ারি) প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, অধিকার পুনরুদ্ধারের সংগ্রাম শুরু হয়েছে। আরও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জনগণই আন্দোলনের পথ দেখাবে।

ফ্যাসিবাদ বুকের ওপর চেপে বসে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, টিকে থাকার জন্য সরকার ভয়াবহভাবে আক্রমণ, হত্যা, নির্যাতন, দমনমূলক আইন করছে। তবে আন্দোলনের নিজস্ব ধারা আছে। গত কয়েকমাসের আন্দোলনে মানুষ জেগে উঠেছে।

এ সময় মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির লক্ষ্যে আরও বৃহত্তর ঐক্য গড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথাও বলেন মির্জা ফখরুল।

এসজেড/

Exit mobile version