Site icon Jamuna Television

এবার কলকাতার রূপালি পর্দায় সিয়াম

প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঢাকার আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদ। আগামী মার্চের মাঝামাঝিতে নতুন এই সিনেমার শ্যুটিং শুরু হবে।

জানা গেছে, শ্যুটিংয়ের আগে চিত্রনাট্য পড়া, সিনেমার লুক, সেট ও চরিত্রের মহড়ার জন্য গত এক সপ্তাহ ধরে কলকাতায় আছেন সিয়াম। এই সিনেমার নাম প্রাথমিকভাবে রাখা হয়েছে ‘প্রতিপক্ষ’।

সিয়ামের বিপরীতে অভিনয় করবেন আয়ুশী তালুকদার। সিয়াম-আয়ুশী ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করছেন প্রসেনজিৎ ও পূজা চ্যাটার্জি। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। প্রযোজনা করছে কলকাতার শ্যাডো ফিল্মস। আগামী ২৪ জানুয়ারি দেশে ফেরার কথা আছে সিয়ামের।

এসজেড/

Exit mobile version