নতুন বছরের শুরুতেই ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন মার্ভেলের ‘হকআই’খ্যাত অভিনেতা জেরেমি রেনার। মাথায় ও কোমরে মারাত্মক আঘাত লেগেছে তার। তবে চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এই অভিনেতা। হাসপাতাল থেকে ইতোমধ্যেই বাড়ি ফিরেছেন তিনি, চলছে ফিজিওথেরাপিও।
গত ১ জানুয়ারি আমেরিকার নেভাদায় রাস্তায় জমে থাকা বরফ সরাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন জেরেমি। এক আত্মীয়ের গাড়িকে বরফ থেকে বের করার চেষ্টা করছিলেন তিনি। তবে এ সময় বরফ সরানোর যন্ত্রের নিচে চাপা পড়ে যান জেরেমি।
হাসপাতাল থেকে বাড়িতে ফিরে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন ‘হকআই’। তিনি জানান, শরীরে ৩০টিরও বেশি হাড় ভেঙেছে তার। ভক্তদের ভালবাসার জোরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি আরও জানান, পরিবার ও বন্ধুরা তার সাথে আছেন এবং তাদের সাহায্যে দ্রুত সুস্থ হয়ে উঠছেন। দুর্ঘটনা থেকে চিকিৎসা প্রতি পদে তার পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান তিনি।
এসজেড/

