Site icon Jamuna Television

শ্যুটিংয়ের সময় আচমকাই গুলি, হলিউড অভিনেতার বিরুদ্ধে ‘অনিচ্ছাকৃত হত্যা’ মামলা দায়ের

হলিউডের বর্ষীয়ান অভিনেতা অ্যালেক বল্ডউইনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত মামলা দায়ের করা হয়েছে। ২০২১ সালে ‘রাস্ট’ ছবির শ্যুটিংয়ের সময় ভুলবশত অভিনেতার হাতে থাকা বন্দুকের থেকে গুলি বের হয়ে ইউক্রেনীয় সিনেমাটোগ্রাফার হ্যালিনা হাচিন্সের মৃত্যু হয়। এ ঘটনায় অ্যালেকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে হ্যালিনার পরিবার। খবর সিএনএন এর।

মূলত, রাস্ট সিনেমায় অন্যতম প্রযোজক ছিলেন অভিনেতা অ্যালেক নিজে। ২০২১ সালের অক্টোবরে এই সিনেমার শ্যুটিং চলাকালে অ্যালেক হাতে থাকা বন্দুক থেকে গুলি গিয়ে সরাসরি লাগে ক্যামেরার ওপাশে থাকা হ্যালিনার গায়ে। এতেই মৃত্যু হয় তার। এ ঘটনায় আহত হন ছবির পরিচালক জোয়েল সুজাও।

এ নিয়ে অ্যালেকের দাবি, শ্যুটিংয়ের সময় তিনি বন্দুকের ট্রিগার চাপেননি। অবশ্য এ বিষয়টি এখনও প্রমাণসাপেক্ষ। অ্যালেক বলেন, এ ঘটনার জন্য তিনি দায়ী নন। কারণ, পরিচালকই তাকে ক্যামেরার দিকে বন্দুক তাক করতে বলেছিলেন। তবে হ্যালিনার পরিবারের দাবি, এ ঘটনার জন্য দায়ী অ্যালেকই।

এসজেড/

Exit mobile version